নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের কর্মী সম্মেলন সম্পন্ন

ফানাফিল্লাহ হক জিহাদী,বিশেষ সংবাদদাতাঃ

বুধবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের কর্মী সম্মেলন নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর দক্ষিণের অফিস সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ইলিয়াস শাহরিয়ার এবং সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর বর্তমান সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর জনাব শাহজাহান চৌধুরী।

প্রধান বক্তার আলোচনায় রাজিবুর রহমান পলাশ বলেন, ইসলামি আন্দোলনের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে এবং সমাজের সকলস্থরে কর্মীদের ভূমিকা রাখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে ছাত্রশিবিরের কর্মীদের সজাগ থাকতে হবে এবং সন্ত্রাসকে শক্ত হাতে দমন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জনাব শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামের মাটি ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমি। এই মাটিতে ছাত্রশিবির প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে কাজ করে যাচ্ছে।

এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা: সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় পরিকল্পনা ও ডেভেলপমেন্ট সম্পাদক ডা: ওসামাহ রায়হান, কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আব্দুল জব্বার, ইমরানুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, ডা: হাবিবুর রহমান, মোহাম্মদ ফায়েদ প্রমুখ।পরিশেষে কর্মীদের ভবিষ্যৎ উজ্জ্বল ও সমৃদ্ধ প্রত্যাশা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন